ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম সুন্দাইল এলাকায় ৩ ফসলী জমিতে ইটখলা স্থাপনের উদ্দ্যোগ নিয়ে জমিতে মাঠি জমা করা হচ্ছে। শনিবার (১লা এপ্রিল) ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের মাননীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন গাংগাইল ইউনিয়নে বিভিন্ন কার্য্যক্রমে অংশ গ্রহনের সময় এই অবৈধভাবে ইটখলা স্থাপনের বিষয়টি দেখতে পান।
অবৈধ উপারে নির্মিত ইটখলা জরুরীভাবে বন্ধ করার ব্যবস্থা গ্রহনের জন্য সাথে সাথে তিনি ময়মনসিংহ জেলা প্রশাসক ও নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের সাথে সেল ফোনে কথা বলেন। এই অবৈধ ইটখলার কারণে নবনির্মিত গাংগাইল ফিসারিজ পাইকুরা বাজার রাস্তা ধবংস করা হয়েছে। সংসদ সদস্য তাঁর নিজস্ব ফেসবুক আইডিতে অবৈধ ইটখলার ছবি সহ নিজে একটি পোষ্ট প্রদান করেছেন। গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম সুন্দাইল এলাকায় অবৈধ উপারে নির্মিত ইটখলা জরুরীভাবে বন্ধকরণ সহ ফসলী জমিতে জমা করে রাখা মাঠি অবিলম্বে সরানোর ব্যবস্থা গ্রহনের জন্য পরিবেশ অধিদপ্তর সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন গাংগাইল ইউনিয়নের সর্বস্তরের জনগন।