ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকামটখালী গ্রামে শুক্রবার দুপুরে তিন সন্তানের জননী বাবুল মিয়ার স্ত্রী সাথী আক্তার (৪০) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ নান্দাইল মডেল থানা পুলিশ উদ্ধার করেছে। গৃহবধুর স্বামী জানান, তার স্ত্রী গাছে ঝুলে আত্মহত্যা করেছে।
অপরদিকে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ জানান, গৃহবধুর লাশ উদ্ধার করে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।