ব্রয়লার মুরগির বাজারে সিন্ডিকেট তৈরি করে হাজার কোটি টাকা লুট করা অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকায় ব্রয়লার মুরগি সহ নিত্যপণ্য সিন্ডিকেটকারীদের শাস্তির দাবিতে এক মানববন্ধনে সরকারের প্রতি এ দাবি জানান ক্যাব নেতারা। দাবি মানা না হলে দেশব্যাপী প্রতিবাদ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
মানববন্ধনে ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, যারা ব্রয়লার মুরগির সিন্ডিকেট করেছে, তাদের নাম সরকারের কাছে পৌঁছেছে। এখন সরকারের সদিচ্ছা যদি থাকে, তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারবে। ব্রয়লার মুরগিসহ নিত্যপণ্যের দাম কারসাজিতে যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রতীকী মামলা দিয়ে যেন তাদের পার পাইয়ে দেওয়া না হয়।
জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে অংশ নিয়ে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ব্রয়লার মুরগি বাংলাদেশের বাজারের চেহারা উন্মোচন করে দিয়েছে। এই একটা ঘটনার মধ্য দিয়ে কী পরিমাণ টাকা একটি সিন্ডিকেট লুটপাট করেছে, তা আমরা বুঝলাম। সরকারের সংস্থাই এটা প্রমাণ করেছে।