নেত্রকোনার জেলার কেন্দুয়া উপজেলার রোয়াইল বাড়ী ইউনিয়নের ফতেপুর গ্রামে মোসলেম উদ্দিনের পুত্র মোখলেছ উদ্দিনের ১ একর ভূমির উপর নির্মিত তিনটি পুকুরে বুধবার (২৯ মার্চ) গভীর রাতে একই গ্রামের আবদুল গফুরের পুত্র তাহের উদ্দিনের নির্র্র্র্র্র্র্র্র্র্দেশে নজরুল মিয়া, বুলু মিয়া ও কদ্দুসের নেতৃত্বে অজ্ঞাতনামা ৩/৪জন পুকুরে বিষ প্রয়োগ করে। মোসলেম উদ্দিন জানান, গত কিছুদিন ধরে তাহের উদ্দিন গংদের সাথে স্থানীয় একটি মসজিদ পরিচালনা নিয়ে মারামারির ঘটনায় শক্রতা চলে আসছে।
বৃহস্পতিবার ভোরে ৩টি পুকুরে চাষকৃত প্রায় ৫লাখ শিং মাছ মরে ভেসে উঠে। স্থানীয় শত শত মানুষ মরা মাছ দেখতে ভীড় জমায় এবং ঘটনার তীব্র নিন্দা জানান। পুকুরের মালিক মোখলেছ জানান, ১ একর জমির উপর ৩টি পুকুরে এই সর্বনাশা বিষ প্রয়োগের ফলে তার প্রাথমিক পর্যায়ে ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সার্ধিত হয়েছে।
ফতেপুর এলাকার ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাজার হাজার মৃত মাছ দেখে তিনি কেঁদে ফেলেন এবং এই ঘটনার সাথে জড়িত সকলকেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবী করেন। স্থানীয় জনগন উক্ত ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার দাবী করেছেন।
পুকুরের মালিক মোখলেছ উদ্দিন ও তার স্ত্রী সালমা খানম জানান, এই চক্রটি আমাদের নিঃস্ব করে দিয়েছে। আমরা এদের বিরুদ্ধে নাম উল্লেখ সহ থানায় মামলা দায়ের করব। হাজার হাজার মাছ মৃত্যুর ঘটনা শুনে কেন্দুয়া ও নান্দাইল উপজেলা থেকে প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করে হাজার হাজার মৃত শিং মাছ দেখতে পান।
রিপোর্ট: রফিকুল ইসলাম মোড়ল/এহতেশামউল হক শাহিন।।