ময়মনসিংহের ঐহিত্যবাহী নান্দাইল প্রেসক্লাবে মঙ্গলবার (২৮ মার্চ) মরহুম আব্দুল জলিল ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আনজু, মরহুম আব্দুল জলিল ফাউন্ডেশনের উপদেষ্টা ও সমাজসেবক জাকির হোসেন ভূইয়া, ঘোষপালা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল হাসান মোহাম্মদ এনামুল হক, উপদেষ্টা মনোয়ার হোসেন, নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি শাহিন আলম ভাই (গাজীপুর), সংগঠনের সাংগনিক সম্পাদক আলমগীর হোসেন, আনোয়ারুল ইসলাম কাউছার, প্রচার সম্পাদক ইজাজুল হোসেন, সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম মোড়ল, সাংবাদিক এহতেশামউল হক শাহিন, রমজান আলী ও ফরিদ মিয়া সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন মরহুম আব্দুল জলিল মানব কল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক আশরাফুল জামান রিপন।