মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় এ বছর মেডেল অব মেরিট -২০২১ অ্যায়ার্ড পেয়েছেন এক ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম ও আন্ধারমানিক মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি দুই শিক্ষক স্কাউটার শুভ্রা রায় এবং আরেক জন স্কাউটার শামসুন্নাহার ।
তাদের অন্যতম হলেন ইউআরসি ইন্সট্রাক্টর মুহাম্মদ স্কাউটার সাইফুল ইসলাম, দুই জন আন্ধারমানিক মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, স্কাউটার শুভ্রা রায়(ইউনিট লিডার), আরেকজন- সহকারী শিক্ষক ও স্কাউটার শামসুন্নাহার (ইউনিট লিডার। জানাগেছে,ইউআরসি ও স্কাউটার মুহাম্মদ সাইফুল ইসলাম হরিরামপুর উপজেলায় ২৯/০৯/২০২১ সালে যোগদান করেন।
এছাড়াও উডব্যাজ প্রাপ্তি তাং:২২/০৯/২০২৩ ও মেডেল অব মেরিট-২০২১ অ্যায়ার্ড পেয়েছেন।আন্ধারমানিক মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী দুই শিক্ষকদের পরিচয় হলো-স্কাউটার শুভ্র রায়, তিনি আন্ধারমানিক মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এর সহকারী শিক্ষক হিসেবে নিযুক্ত আছেন।তিনি অত্র প্রতিষ্ঠানে ০২/০৪/২০১৮ সালে যোগদান করেছেন। শুভ্র রায় ০১/০২/১৯৭৮ সালে জন্ম গ্রহন করেছেন। তাহার পিতা নাম বীরমুক্তিযোদ্ধা সত্যরঞ্জন রায়, মাতা:বিভা রায়।তাহার ইউব্যাজ প্রাপ্তির তাং:১৯/১০/২০২২।
তিনি আরো জানায়, আমি এসএসসি ১৯৯৪ এর ব্যাচ ছিলাম ও বি;এ/বিএড-২০০১,মেডেল অফ মেরিট -২০২১ অ্যায়ার্ড পেয়েছেন। আরেক সহকারী শিক্ষক শামসুন্নার এর ব্যক্তিগত পরিচয় হলো-স্কাউটার শামসুন্নাহার আন্ধারমানিক মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় যোগদান করেন ০৩/০৪/২০১৭/সালে।স্কাউটার শামসুন্নাহার -১০/০৬/১৯৮২ সালে জন্ম গ্রহন করেছেন।তাহার পিতা নাম মো: নূরুল ইসলাম,মাতা নাম আলেয়া বেগম।তিনি এসএসসি ব্যাচ-১৯৯৯ খ্রি:,এম. এস.সি;২০০৭, এবং মেডেল অব মেরিট-২০২১ অ্যায়ার্ড পেয়েছেন।