রবিবার, ২৮ মে ২০২৩, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সবুজায়ন গ্রুপ অপরাজিতার উদ্দ্যোগে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন মেডিসিনাল গাছের চারা বিতরণ পীরগঞ্জে মহিষের গাড়িতে বরযাত্রা বারসিক এর উদ্যোগে খাদ্য নিরাপদ স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক জাতীয় সংলাপ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত শর্তসাপেক্ষে রাষ্ট্রদূতরা পুলিশের এসকর্ট সুবিধা পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী নান্দাইলে হক ফাতেমা পাঠাগার পরিদর্শনে উপজেলা একাডেমিক সুপাইভাইজার হরিরামপুরে যুবলীগের শান্তি সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ পেলেন ৫ মেয়র পদপ্রার্থী কেসিসি নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ অনুষ্ঠানে কঠোর প্রশাসন  হরিরামপুরে জনবান্ধব ও জনগনকে সাথে নিয়ে আগামীর পথ চলতে চায় ইউপি সদস্য- মো:লাল মিয়া

হরিরামপুরে মেডেল অব মেরিট -২০২১ অ্যাওয়ার্ড পেলেন এক দুই শিক্ষিকা

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১২৫ Time View

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় এ বছর মেডেল অব মেরিট -২০২১ অ্যায়ার্ড পেয়েছেন এক ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম ও আন্ধারমানিক মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি দুই শিক্ষক স্কাউটার শুভ্রা রায় এবং আরেক জন স্কাউটার শামসুন্নাহার ।

 

 

 

তাদের অন্যতম হলেন ইউআরসি ইন্সট্রাক্টর মুহাম্মদ স্কাউটার সাইফুল ইসলাম, দুই জন আন্ধারমানিক মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, স্কাউটার শুভ্রা রায়(ইউনিট লিডার), আরেকজন- সহকারী শিক্ষক ও স্কাউটার শামসুন্নাহার (ইউনিট লিডার। জানাগেছে,ইউআরসি ও স্কাউটার মুহাম্মদ সাইফুল ইসলাম হরিরামপুর উপজেলায় ২৯/০৯/২০২১ সালে যোগদান করেন।

 

 

 

এছাড়াও উডব্যাজ প্রাপ্তি তাং:২২/০৯/২০২৩ ও মেডেল অব মেরিট-২০২১ অ্যায়ার্ড পেয়েছেন।আন্ধারমানিক মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী দুই শিক্ষকদের পরিচয় হলো-স্কাউটার শুভ্র রায়, তিনি আন্ধারমানিক মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এর সহকারী শিক্ষক হিসেবে নিযুক্ত আছেন।তিনি অত্র প্রতিষ্ঠানে ০২/০৪/২০১৮ সালে যোগদান করেছেন। শুভ্র রায় ০১/০২/১৯৭৮ সালে জন্ম গ্রহন করেছেন। তাহার পিতা নাম বীরমুক্তিযোদ্ধা সত্যরঞ্জন রায়, মাতা:বিভা রায়।তাহার ইউব্যাজ প্রাপ্তির তাং:১৯/১০/২০২২।

 

 

 

তিনি আরো জানায়, আমি এসএসসি ১৯৯৪ এর ব্যাচ ছিলাম ও বি;এ/বিএড-২০০১,মেডেল অফ মেরিট -২০২১ অ্যায়ার্ড পেয়েছেন। আরেক সহকারী শিক্ষক শামসুন্নার এর ব্যক্তিগত পরিচয় হলো-স্কাউটার শামসুন্নাহার আন্ধারমানিক মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় যোগদান করেন ০৩/০৪/২০১৭/সালে।স্কাউটার শামসুন্নাহার -১০/০৬/১৯৮২ সালে জন্ম গ্রহন করেছেন।তাহার পিতা নাম মো: নূরুল ইসলাম,মাতা নাম আলেয়া বেগম।তিনি এসএসসি ব্যাচ-১৯৯৯ খ্রি:,এম. এস.সি;২০০৭, এবং মেডেল অব মেরিট-২০২১ অ্যায়ার্ড পেয়েছেন।

Print Friendly, PDF & Email
Spread the love
  •  
  •  
  •  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
raytahost-gsnnews