মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় আন্ধারমানিক মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৭ মার্চ সোমবার অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মরনে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহানাজ পারভীন এর সভাপতিত্বে ও আন্ধারমানিক মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান টিপু এর সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো :শাহরিয়ার রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মাঈনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবুল বাশার সবুজ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বদরুদ্দিন, অত্র বিদ্যালয়ের অবিভাবক কমিটির সদস্যবৃন্দগন সহ প্রমূখ উপস্থিত ছিলেন। সর্বশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানটিট সমাপ্তি হয়েছে।