হরিরামপুর উপজেলায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হরিরামপুর উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার মো: ইসমাই হোসনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার রহমান ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সবুজ সাধারন সম্পাদক- উপজেলা ক্রীড়া সংস্হা ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আবুল বাশার, আন্ধার ইসলামি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা শিক্ষক হাফেজ শহিদুল্লাহ সহ ইসলামি ফাউন্ডেশনের সকল শিক্ষক/ শিক্ষিকা উপস্হিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানটিতে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মো: আবু কাওসার এর দোয়া পরিচালনায় সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করা সহ দেশ ও জাতির মঙ্গলের জন্য প্রার্থনা করা হয়েছে।