ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে উপজেলা প্রশাসনিক ভবন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.আনিছুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোফাখখারুল ইসলাম, ওসি তদন্ত উবায়দুর রহমান, প্রভাষক অরবিন্দ পাল অখিল, সাংবাদিক আলম ফরাজি প্রমুখ। বক্তারা ১৯৭১ এর ভয়াল হত্যাকাণ্ডের কথা স্মরণ করে বলেন পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাকাণ্ডে বিশ্ববাসী হতবাক হয়েছিল। এ হত্যাকাণ্ড দুঃখজনক বাঙালি জাতির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।