মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলাধীন ঐতিহ্যেবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিকী শিক্ষা সফর -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সদ্য -২১ মার্চ মঙ্গলবার ২০২৩ ইং দিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের উদ্যোগে ও অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সার্বিক সহযোগিতায় বার্ষিক শিক্ষা সফর উপলক্ষে হরিরামপুর হতে মিরপুর চিড়িয়াখানা সহ ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান প্রদর্শন করেছে।
উক্ত শিক্ষা সফরে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা সহ গঠনমূলক এবং শিক্ষামূলক আলোচনা করা সহ পুষ্কার বিতরন করা হয়েছে।সর্বোপরি ছাত্র-ছাত্রীবৃন্দ নানা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষা সফর উপভোগ করা সহ সুষ্ঠভাবে গন্তব্য ফেরে এসেছে বলে জানা গেছে।