ময়মনসিংহের নান্দাইলে পানিতে ডুবে সজিব মিয়া (২১) নামে যুবক পানিতে ডুবে মারা গেছে।
নিহত সজিব চন্ডীপাশা ইউনিয়নের ধূরুয়া গ্ৰামের মৃত ছফির উদ্দিনের পুত্র। বুধবার (২২ মার্চ) সকাল ৯ টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা সূত্রে জানা যায়, সজিব স্থানীয় বাঁশহাটি বাজারে একটি পোশাক কারখানায় কাজ করে। সকালে তার মাকে ভাত ভাড়ার কথা বলে পুকুরে গোসল করতে যায়। গোসল থেকে ফিরতে দেরি হওয়ায় তার মা খোঁজাখুঁঁজি শুরু করে এক পর্যায়ে পুকুরে তল্লাশি করে তাকে উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, গোসল করতে গিয়ে সজিব নামে এক যুবক পানিতে ষ্টোক করে মারা গেছে। এর অন্য কেন কারন জানা যায় নি।