ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিভিয়াঘাটা ফাযিল ডিগ্রী মাদ্রাসায় মঙ্গলবার (২১ মার্চ) আনন্দঘন পরিবেশে বার্ষিক ইসলামী সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার গর্ভনিং বডির সদস্য আব্দুল মান্নান ভূইঁয়ার সভাপতিত্বে ও প্রভাষক নূরুল আমিন ও মাওলানা ইসলাম উদ্দিনের সঞ্চালনায় বার্ষিক ইসলামী সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম, গর্ভনিক বডির সদস্য মাহমুদুল হাসান ইদ্রিস, জমিদাতা সদস্য কামরুল হাসান, সহকারী অধ্যাপক মফিজুর রহমান, সহকারী অধ্যাপক মাওলানা রুহুল আমিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপাধক্ষ্য মাওলানা আব্দুর রহিম, প্রভাষক জহিরুল ইসলাম, প্রভাষক জহিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন ভূইঁয়া, গোলাম মোস্তুফা ও অত্র মাদ্রাসার ছাত্রলীগের সভাপতি রোহান মিয়া সহ মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ। প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ গ্রহনকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে অধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলামের সার্বিক তত্বাবধানে ও সার্বিক সহযোগিতা করেন মাদ্রাসার শরীর চর্চা শিক্ষক শহীদুল ইসলাম। অনুষ্ঠান শেষে সভাপতি আব্দুল মান্নান ভূইঁয়া সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী সহ অনুষ্ঠান আয়োজনকারীদের ধন্যবাদ জানিয়েছে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করেন।