যৌথ বিবৃতিতে নেতারা বলেন, দেশের সর্বোচ্চ আদালত চত্ত্বরে পুলিশ সাংবাদিকদের যেভাবে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন, তা কোনো সভ্য সমাজে কাম্য হতে পারে না। এই ন্যক্কারজনক হামলা সম্পূর্ণ আইনবিরুদ্ধ। এই ঘটনার মাধ্যমে দেশের সংবিধানস্বীকৃত গণমাধ্যমের স্বাধীনতাকে পদদলিত করা হয়েছে। এই ঘটনা একইসঙ্গে মানবাধিকার লঙ্ঘনেরও এক নির্মম দৃষ্টান্ত হয়ে থাকবে।
তারা আরো বলেন, অতীতে সাংবাদিক নির্যাতনের বিভিন্ন ঘটনায় কোনো বিচার বা প্রশাসনিক পদক্ষেপের উদাহরণ না থাকায় প্রতিনিয়তই সাংবাদিকদের ওপর এমন নির্যাতন ঘটে চলেছে। আমরা সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর বেআইনি পুলিশি আক্রমণের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবিও জানাচ্ছি আমরা। পাশাপাশি আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যয় সরকারকে বহন করতে হবে এবং তাঁদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।