মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা নির্বাহী অফিসার মো: শাহরিয়ার রহমান এর সভাপতিত্নে উপজেলা অডিটোরিয়াম রুমে ১৫ মার্চ রোজ বুধবার বেলা ১০ ঘটিকায় উক্ত অনুষ্ঠানটি উদযাপিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার আদিত্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন এর কর্মকর্তা মানিকুজ্জামান,উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা :জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গফ্ফার, বলড়া ইউপির চেয়ারম্যান মোসলেম উদ্দিন খান কুন্নু, চালা ইউপির চেয়ারম্যান কাজী আব্দুল মজিদ, গালা ইউপির চেয়ারম্যান শফিক বিশ্বাস,সিআরবি মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও দৈনিক এশিয়া বাণী প্রত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আলী, হরিরামপুর প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূইয়া সহ প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে নিরাপদ জ্বালানী, ভোক্তা বাস্তব পৃথিবী এই শ্লোগানের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগামীতে ভোক্তা অধিকার সুরক্ষন প্রতিষ্ঠার দাবিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস- ২০২৩ এর কর্মসূচির আলোচনা সভা ও সভাপতির বক্তব্যোর মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়েছে।