বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নান্দাইলে মাকে ভাত ভাড়ার কথা বলে পুকুরে ডুবলো যুবক হরিরামপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৭৭ টি ভূমিহীন -গৃহহীন পরিবার ভূমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন খরচ কমল হজের ১১৭২৫ টাকা, নিবন্ধন ২৭ মার্চ পর্যন্ত হরিরামপুর উপজেলাধীন ঐতিহ্যেবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর-২০২৩ অনুষ্ঠিত নান্দাইলে মধ্য বাশঁহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন ভূইঁয়ার বিদায় অনুষ্ঠান নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ছাত্র জাতীয় পর্যায়ে ভারোত্তলনে ২টি পদক লাভ নান্দাইলের নিভিয়াঘাটা ফাযিল মাদ্রাসায় বার্ষিক ইসলামী সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চিত্রনায়িকা মাহির বিষয়ে যা বললেন পুলিশপ্রধান ঢাকাস্থ নান্দাইল উপজেলা কল্যাণ সমিতি আনন্দ ভ্রমণ কক্সবাজার ২০২৩ অনুষ্ঠিত পলাতক আসামি আরাভের বিরুদ্ধে রেড নোটিশ গ্রহণ করেছে ইন্টারপোল : আইজিপি

প্রধানমন্ত্রীর জনসভায় ১০ লাখ মানুষ আনার প্রস্তুতি

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৬৭ Time View

ময়মনসিংহে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিভাগীয় জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল শনিবার সভায় তিনি নৌকা মার্কায় ভোট চাইবেন এবং ময়মনসিংহের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেবেন বলে আশা করছেন নেতাকর্মীরা। প্রায় সাড়ে চার বছর পর নগরীর সার্কিট হাউস ময়দানে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নগরী ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে।

 

এর আগে ২০১৮ সালে একই মাঠে জনসভায় বক্তব্য দিয়েছিলেন তিনি। সে সময় ১৯৬টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ১০৩টি উদ্বোধন ও ৯৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আগামীকালের জনসভায় ময়মনসিংহ ছাড়াও জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার নেতাকর্মীরা অংশ নেবেন। জনসভা সফল করতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন তৃণমূল পর্যায়ে সভা করেছে। সভার জন্য সার্কিট হাউস ময়দানে গড়ে তোলা হয়েছে নৌকা আকৃতির বিশাল মঞ্চ।

দলের নেতারা বলছেন, ১০ লাখের বেশি মানুষ সভায় যোগ দেবেন। মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন রিপন বলেন, প্রধানমন্ত্রী এই এলাকার জন্য অনেক কিছু করেছেন। এবারের সফরেও তিনি মানুষের আশা পূরণ করবেন। ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে তৃণমূলে ব্যাপক সাড়া পড়েছে। জনদাবিগুলো পূরণ করবেন প্রধানমন্ত্রী– এমনটি আশা করছি।

 

 

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা নাগরিক আন্দোলন, উন্নয়ন সংগ্রাম পরিষদ এবং জনউদ্যোগ  ময়মনসিংহ পৃথক সংবাদ সম্মেলন করে বিভিন্ন দাবি তুলে ধরেছে।  নাগরিক আন্দোলন ২৩ দফা দাবি এবং জনউদ্যোগ ময়মনসিংহ ১৮ দফা দাবি প্রশাসন ও রাজনৈতিক নেতাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠায়। দাবিগুলোর মধ্যে মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর, ৩ হাজার শয্যার জেনারেল হাসপাতাল, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শহরের অভ্যন্তর থেকে রেললাইন অপসারণ, বন্ধ গ্যাস সংযোগ চালু করা। নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন কালাম বলেন, আশা করছি প্রধানমন্ত্রীর এ সফরে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস পাওয়া যাবে।

 

 

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, জনসভায় ১০ লাখের বেশি লোক সমাগম হবে বলে আশা করা হচ্ছে। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, প্রধানমন্ত্রী ১০২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন  করবেন। জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান জানান, এই সফরে প্রধানমন্ত্রী কী কী উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন– তার তালিকা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। ফিরতি নির্দেশনা এখনও পাওয়া যায়নি।

 

 

বিশেষ ৮ ট্রেনে আসবে লোকজন: প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শনিবার ৮টি রুটে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। এগুলো হলো– গফরগাঁও-ময়মনসিংহ, নান্দাইল-ময়মনসিংহ, দেওয়ানগঞ্জ বাজার-জামালপুর-ময়মনসিংহ, নেত্রকোনা-ময়মনসিংহ, সড়িষাবাড়ী-ময়মনসিংহ, গৌরীপুর-ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ-ময়মনসিংহ, জারিয়া-ঝাঞ্ঝাইল-ময়মনসিংহ রুট। বিশেষ ট্রেনগুলো সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে ওইসব স্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসবে। এ ছাড়া বাস, ট্রাক ও পিকআপভ্যানসহ প্রায় সাড়ে ৩ হাজার গাড়িতে জনসভায় লোক আসবে।

 

 

জয় বাংলা আর্ট ক্যাম্প: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নকে নস্যাৎ করতে চায়, তাদের অপচেষ্টা প্রতিহত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহের জনসভায় সারাদেশের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা চত্বরে ‘জয় বাংলা আর্ট ক্যাম্পের’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ‘হাসুমণির পাঠশালা’ এই আর্ট ক্যাম্পের আয়োজন করে। এই ক্যাম্পে ৪২ ফুট ক্যানভাসে আঁকা একটি চিত্রকর্ম প্রদর্শন করা হবে জনসভা মাঠে। ‘জননেত্রীর ৪২ বছরের পথচলা, অভিলক্ষ্য– উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনার ৪২ বছরের স্বপ্ন-সাধনাকে শিল্পীর রংতুলিতে ক্যানভাসে তুলে ধরতেই এই আয়োজন বলে জানিয়েছেন হাসুমণির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপি।

Print Friendly, PDF & Email
Spread the love
  •  
  •  
  •  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
raytahost-gsnnews