ময়মনসিংহের নান্দাইল উপজেলার পৌর সভা এলাকা সহ নান্দাইল ইউনিয়নের ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য ৭দিন ব্যাপী বিশেষ ক্যাম্পের উদ্ভোধন করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ। নান্দাইল ইউনিয়ন ভূমি অফিসের সামনে উন্নয়ন কর আদায় করেন।
এসময় নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সাংবাদিক রফিকুল ইসলাম মোড়ল, নান্দাইল ইউনিয়ন সহকারী ভূমি অফিসার আজিজুল হক সহ স্বেচ্ছায় কর দাতার উপস্থিত থেকে কর পরিশোধ করে রসিদ গ্রহন করেন। ভূমি সেবা ডিজিটাল বদলে গেছে দিন কাল এই শ্লোগানকে সামনে রেখে সপ্তাহ ব্যাপী এই বিশেষ অভিযান চলবে। সহকারী কমিশনার করদাতাদের স্বেচ্ছায় অফিসে উপস্থিত হয়ে এই সেবা গ্রহনের আহবান জানান।