হতদরিদ্রদের জন্য বরাদ্দ ১৫ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচির চালে ভাগ বসানোর অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। শুরু থেকেই তিনি এই বরাদ্দের ৩০ কেজি করে চাল উত্তোলন করছেন। গতকাল বুধবার স্থানীয় ডিলারের কাছ থেকে চাল নেওয়ার সময় বিষয়টি ধরা পড়ে। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে।
অভিযুক্ত কবির খান ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। অভিযোগ আছে তার আরেক ভাই লিটন খানের বিরুদ্ধেও। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
চাল উত্তোলনের সত্যতা নিশ্চিত করে কবির খান বলেন, ‘মেম্বার হওয়ার আগে আমি চা বিক্রি ছাড়াও দিনমজুরি করতাম। তহন কার্ডটা পাইছিলাম। এরপর নতুন কইর্যা শুরু হইলে বাদ দিছি না। আর ভাই পায় আওয়ামী লীগ হিসেবে (কোটায়)। এতে দোষের কী হইল?’
ডিলার সোহেল মিয়া বলেন, ‘তালিকায় নাম থাকায় আমি তাদের চাল দিয়ে যাচ্ছি। মেম্বার ও তার ভাই নিজেরাই চাল উত্তোলন করে।’
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন বলেন, ঘটনা জানার পর খাদ্য কর্মকর্তাকে কার্ডটি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: কালের কণ্ঠ