ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে নবযোগদানকারী ১০৩জন সহকারী শিক্ষকদের বরণ অনুষ্ঠান ও ১৩জন অবসর প্রাপ্ত শিক্ষকদের বিদায় অনুষ্ঠান শনিবার (৪ঠা মার্চ) প্রধান অতিথি সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, নান্দাইলের আগামী দিনের প্রজন্মকে সত্যিকার মানুষ করার দায়িত্ব আপনাদের উপর। আপনারা সব্বোর্চ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সম্পূর্ন মেধায় প্রাথমিক বিদ্যালয়ে চাকুরী পেয়েছেন।
এর সম্পূর্ন কৃতিত্ব জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় সম্ভব। নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভঅপতি মো. আমিনুল ইসলাম আনজুর সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা শিক্ষা অফিসার ফজিলাতুন নেচ্ছা, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক আলম ফরাজী, ইউআরসি শরীদুল্লাহ মুক্তি প্রমুখ। নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে নবযোগদানকারী ও বিদায়ী শিক্ষকদের রজনীগন্ধা স্ট্রীক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ সহ সহকারী শিক্ষা অফিসার, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন কামরুল হাসান খোকন, জসিম উদ্দিন, আবদুর রাজ্জাক রাজিব, মিজানুর রহমান ফকির, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নবযোগদানকারী শিক্ষকরা সততা ও নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন বলে অঙ্গীকার করেন।