মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ২ মার্চ বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদের সামনে র্যালি ও বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে “ভোট দিব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে” প্রতিপাদ্যে জাতীয় ভোটার দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে । উক্ত র্যালিটি হরিরামপুর উপজেলা কমপ্লেক্সর সামনে থেকে শুরু করে উপজেলা চত্তর প্রদক্ষিন করে। এ সময় উপস্থিত ছিলেন, হরিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহরিয়ার রহমান, উপজেলা নির্বাচন কমিশনার সৈয়দ গোলাম রাশেদ, সহকারী কমিশনার তাপসী রাবেয়া, উপজেলা মৎস কর্মকর্তা মো: সাইফুর রহমান,স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকব্ন্দগন সহ প্রমূখ ।
সূত্রে জানা গেছে, ২০১৯ ইং থেকে সারাদেশে একযোগে “জাতীয় ভোটার দিবস” পালিত হয়ে আসছে।এ বিষয়ে নিয়ে হরিরামপুর উপজেলা নির্বাচন কমিশনার সৈয়দ গোলাম রাশেদ দৈনিক অভিযোগ বার্তা ও দৈনিক এশিয়া বাণী প্রত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আলী কে জানান, সারাদেশের ন্যায় হরিরামপুরে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়। জনগণকে নিয়ম মেনে ভোটার হতে উদ্বুদ্ধ করতে ৫ম বারের মত এ দিবসটি উদযাপন করা হয়।