নওগাঁর মান্দায় প্রশাসনের নির্দেশ অমান্য করে চলছে মাটি ব্যবসা। রাস্তা দিয়ে মাটি পরিবহনের ফলে নষ্ট হচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ গ্রামীণ পাকা রাস্তাঘাট। নিয়মনীতি থাকলেও যথা সময়ে প্রয়োগ না করায় বেপরোয়া মাটি ব্যবসায়ীরা। যেন দেখার কেউ নেই।
সরেজমিনে দেখা গেছে, ভারশোঁ ইউপির মহানগর গ্রামে খনন যন্ত্র দিয়ে চলছে পুকুর খনন ও মাটি বিক্রির উৎসব। যার ফলে রাস্তায় মাটি পড়ে নষ্ট হচ্ছে রাস্তাঘাট। বোঝার উপায় নেই এটি পাকা রাস্তা। ধুলাবালিতে রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না মানুষ । এছাড়া নষ্ট হচ্ছে গ্রামের বাড়িঘর। মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্যে অসহায় গ্রামবাসী।
জানা গেছে, কয়েকদিন আগে ওই এলাকার মাটি ব্যবসায়ী শামসুলকে পুকুর থেকে মাটি পরিবহন করে রাস্তা নষ্ট করতে নিষেধ করেন গ্রামের লোকজন। তাতে কর্ণপাত না করায় বিষয়টি তারা স্থানীয় ইউপি সদস্যকে জানান। পরে ইউপি সদস্য বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে জানান। এক পর্যায় তিনি লোক পাঠিয়ে মাটি পরিবহন বন্ধ করে দেন। তবে নিষেধ থাকার পর আবারও শুরু করেন মাটি পরিবহন ও বিক্রি।
তবে মাটি ব্যবসায়ী শামসুল বলেন, মান্দায় কোনোদিন কোনো পুকুর খনন বন্ধ হয়নি এটাও হবে না। সিস্টেম করে সব হবে।
এ ব্যাপারে ইউপি সদস্য মজিবর রহমান বলেন, মাটি পরিবহন করে রাস্তাঘাট নষ্ট করে ফেলেছে। দিনের বেলা স্কুলের পাশ দিয়ে মাটিবাহী ট্রাক্টর চলাচল করায় লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। প্রশাসনকে বার বার বিষয়টি জানানো হলেও অজানা কারণে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে গ্রামবাসীসহ আমিও হতাশ।
এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক বলেন, আমি বিষয়টি দেখছি। মাটি পরিবহন করে রাস্তাঘাট নষ্ট করলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা হবে।