“ভোট দিব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বৃহস্পতিবার (২ মার্চ) উপজেলা পরিষদের সামনে বর্ণাঢ্য র্যালি ও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
উক্ত র্যালিটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফখরুজ্জামান, কৃষি অফিসার কৃষিবিদ আনিছুজ্জামান, যুব উন্নয়ন অফিসার ফয়েজ উদ্দিন, রাজগাতী ইউপি চেয়ারম্যান ইফতেখার মমতাজ খোকন, ইউপি চেয়ারম্যান তাসলিমা আক্তার সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন সহ।
উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, সারাদেশের ন্যায় নান্দাইল উপজেলায় জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়। জনগণকে নিয়ম মেনে ভোটার হতে উদ্বুদ্ধ করতে ৫ম বারের মত এ দিবসটি উদযাপন করা হয়।