ময়মনসিংহের নান্দাইল উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ৭৯তম সভা সোমবার (২০ ফেব্রুয়ারি) ব্যবস্থাপনা কমিটির সভাপতি ১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনের সভাপতিত্বে অনুষ্টিত ডাঃ মাহমুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে সভায় যোগদান করেন।
সভায় সর্বসম্মতিক্রমে পুরাতন হাসপাতালের জমি উদ্ধার, হাসপাতাল মার্কেটের ব্যাংক হিসান পরিচালনা, হাসপাতালের বহিঃবিভাগে সিসি ক্যামেরা স্থাপন, শূন্যপদ পূরনের ব্যবস্থা গ্রহন সহ আরও কতিপয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া নান্দাইল রোগী কল্যান সতিমি বিগত নভেম্বর /২০২২ থেকে জানুয়ারি ২০২৩ পর্যন্ত ১৩৮জন রোগিকে অর্থনৈতিক সহযোগিতা প্রদানের প্রতিবেদন উপস্থাপন করেন উপজেলা সমাজ সেবা অফিসার ইনসান আলী। এতে এক লাখ ৩১ হাজার ৮৭৬ টাতা ব্যয় করা হয।
উল্লেখিত সময়ে সরকারী অনুদান ১ লাখ ও বেসরকারী সহায়তা ৪০ হাজার ৯৭০ টাকা পাওয়া যায়। আয় ব্যয় কমিটি সন্তোষ প্রকাশ করেন এবং রোগি কল্যান সমিতির কার্য্যক্রম জোরদার ভাবে চালানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়। গরীব রোগিদের প্রতিজন ৩শত ৩টাকা থেকে সবোচ্চ ৩ হাজার টাকা প্রদান করা হয়েছে। আলোচনায় অংশ গ্রহন করেন কমিটির সদস্য, পৌর সভার মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া, অফিসার ইনচার্জ (তদন্ত) ওবায়দুর রহমান, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, রবিউল আলম ফরাজী সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
পরে স্বাস্থ্য সেবা কমিটির সকল সদস্যগন হাসপাতালের ইনডোর, আউট ডোর পরিদর্শন ও শিশুদের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিদর্শন করেন সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম। নান্দাইল হাসপাতালের সার্বিক কার্য্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি কিনিকের সেবার মান উন্নয়নে সকলকে তৎপর থাকার আহবান জানান।