শেরপুরের নালিতাবাড়ীতে বরাদ্ধকৃত ১৬০ বস্তা (৮ টন) এমওপি (মিউরেট অব পটাশ) সার জব্দ করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে এই সার জব্দ করা হয়।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী পৌরশহরের উত্তর বাজার এলাকার সুমন নামের এক ব্যক্তি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনআনী বাজারের এক দোকান থেকে ১৬০ বস্তা এমওপি সার অধিক মুনাফার আশায় পার্শবর্তী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় নিয়ে যাচ্ছিল। নালিতাবাড়ী শহরের ধারারোডে ট্রলিযোগে হালুয়াঘাট যাওয়ার সময় নালিতাবাড়ীর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন ট্রলিভর্তি সার দেখে ট্রলি থামিয়ে চালকের সঙ্গে কথা বলেন। এ সময় চালক জানান, সারের বস্তাগুলো পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলা নিয়ে যাওয়া হচ্ছে। সার পরিবহনের বৈধ কাগজপত্র ছাড়া ও নিয়ম অনুযায়ী এক জেলার জন্য বরাদ্ধকৃত সার অন্য কোনো জেলায় নেয়া যায় না। তাই প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সন্দেহ হওয়ায় ওই সার জব্দ করে কৃষি অফিসে জমা রাখা হয়েছে।
জব্দকৃত সারের মালিক সুমনের সঙ্গে মুঠোফোনে কথা বললে, তার কোনো সদুত্তোর পাওয়া যায়নি।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, সার পরিবহনের বৈধ কাগজপত্র না থাকায় ওই সার জব্দ করা হয়েছে। পরবর্তীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি জব্দকৃত সারের বিষয়ে সিদ্ধান্ত নেবে।