মনজুরুল হক/ ফরিদ মিয়াঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্টান মুসল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী ) দিন ব্যাপি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী ও অভিভাবকগনের উপস্থিতিতে ক্রীড়া প্রতিযোগিতায় ময়মনসিংহ ৯ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদিন খান তুহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। মুসল্লী উচ্চ বিদ্যালয় এর সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় কলেজের অধ্যক্ষ মোঃ মইনুল হোসেন আরজু প্রধান শিক্ষক শাহজাহান ভূইয়া, সহকারী প্রধান শিক্ষক মোহসিন মিয়া,সালমা কাউছার, মোঃ সাইফুল মালেক সহ গভনিংবডি ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ অনুষ্ঠান পরিচালনা করেন।
এছাড়া একই দিনে কাশীনগর উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সংসদ সদস্য মোহাম্মদ আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উভয় অনুষ্ঠানে মিডিয়া নেতৃবৃন্দ সহ এলাকার সর্বদলীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।