ময়মনসিংহের ভালুকায় নাশকতার অভিযোগে বিএনপির ১৮১ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এ মামলায় দুইজনকে আটক করা হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) যানবাহন ভাঙচুর, নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে আরও ১৭৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার ভালুকা-পারুলদিয়া সড়কের পনাশাইল এলাকায় সড়ক অবরোধ করে যানবাহনে ভাঙচুর চালায় আসামিরা। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বিএনপির নেতাকর্মীরা তাদের কাজে বাধা দেয়। ওই সময় পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল (৪০) ও মল্লিকবাড়ি ইউনিয়ন যুবদলের সদস্য আজহার আলীকে (৪২) আটক করে।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন বলেন, নাশকতার মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।
এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান বলেন, বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনকে বাধাগ্রস্ত করতে মিথ্যা মামলা করেছে।