ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে সরকার অনুমোদিত ৬৮নং বাহাদুরপুর গভীর নলকূপ প্রকল্প (এলটিবি সেচ) নির্বাহী প্রকৌশলী বিএডিসি (সেচ) প্রকল্পে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) পাশাপাশি নগদা পাড়া গ্রামের মৃত উদার বাপের চার পুত্র যথাক্রমে আবু তাহের, আবদুস সাত্তার, মোবারক হোসেন, সিদ্দিক মিয়া ও আবু তাহেরের পুত্র নাসির মিয়া প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্র নিয়ে গভীর নলকূপের ২ জায়গায় ড্রেন ভেঙ্গে পানি সরবরাহে বাধা সৃষ্টি করেছে।
ড্রেন ভেঙ্গে এই প্রকল্পের পানি সরবরাহ করতে দিবে না বলে এলাকায় প্রচার চালিয়েছে। শুধু তাই নয় বিএডিসি নলকূপের সরকারী পাকা স্থাপনা ভেঙ্গে ফেলেছে। উক্ত ব্যক্তিরা বিএডিসি’র অনুমোদিক প্রকল্প এলাকায় নিজেরা নদী থেকে অগভীর নলকূপ/অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে পানি উত্তোলন করে প্রকল্প এলাকায় জোর পূর্বক দখলে নেবার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে।
বিএডিসির নলকূপের সাবেক ম্যানেজার লাল মিয়া মারা যাওয়ায় বর্তমানে পরিচালনায় দায়িত্ব প্রাপ্ত আবুল কালাম ও সেলিম মিয়া জানান, বিএডিসি নলকূপ থেকে পানি দিতে গেলেই তাদের সাথে মারামারি এমনকি খুন খারাবী হবার সম্ভাবনা রয়েছে। অধিক বোর ফসল উৎপাদনের স্বার্থে জরুরীভাবে বিষয়টি নান্দাইল উপজেলা কৃষি বিভাগ ও পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ প্রয়োজন। উল্লেখ্য, পানি সরবরাহে বাধা প্রদান কারীরা এলাকায় কথিত সন্ত্রাসী হিসাবে পরিচিত এবং তাদের নামে হত্যা মামলা সহ নান্দাইল মডেল থানায় একাধিক মামলার আসামী ছিল।