ময়মনসিংহ জেলায় নব যোগদানকারী জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান নান্দাইলে প্রথম আগমন উপলক্ষে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্ত্য রাখতে গিয়ে তিনি বলেন, নান্দাইল উপজেলার উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে। বিশেষ করে শিক্ষারমান উন্নয়নে তিনি তাৎক্ষনিক কিছু দিক নিদের্শনা প্রদান করেন।
জেলা প্রশাসক প্রথম নান্দাইল আগমন করায় তাকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ময়মনসিংহ জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাফিজার রহমান নান্দাইল উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিগণ, বিভিন্ন শ্রেণি ও পেশার গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মুনসুরের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা নাসরিন সুলতানার সঞ্চালনায় উপস্থিতিদের মাঝে উম্মোক্ত মতবিনিময় শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাফিজার রহমান।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ, নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউর রহমান, নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শাহান, নান্দাইল মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মাজহারুল হক ফকির, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাংবাদিক রবিউল আলম ফরাজি, আচারগাঁও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু সহ প্রমুখ।
উক্ত মতবিনিময় অনুষ্টানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রদান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।