ময়মনসিংহের নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (৩০ জানুয়ারি) উপজেলা প্রশাসনিক হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল সভায় যোগদান করে মূল্যবান বক্তব্য রাখেন।
এছাড়া নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান আকন্দ, নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আফজাল হোসেন, নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাহমুদুর রশিদ, ইউপি চেয়ারম্যান ইফতেকার খোকন, মহিলা ইউপি চেয়ারম্যান তাসলিমা আক্তার, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাংবাদিক আলম ফরাজী বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনায় অংশ গ্রহন করেন। সভায় কতিপয় বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং বিগত সভার সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য পুনঃ তাগাদা প্রদান করা হয়।
একই দিনে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলের সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে সকালে নান্দাইল উপজেলা এনজিও বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল সদস্যবৃন্দ সহ ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।