ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মরহুম আব্দুল জলিল মানবকল্যান ফাউন্ডেশনের উদ্যোগে নান্দাইল প্রেসক্লাব কার্যালয় থেকে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) শীর্তাত মানুষের জন্য কম্বল বিতরনের অনুষ্ঠানের কার্যক্রম উদ্ধোধন করেন নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি ও ফাউন্ডেশনের উপদেষ্টা জাকির হোসেন ভূইঁয়া।
এসময় সাথে ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক আশরাফুল জামান রিপন, মানবকন্ঠের সাংবাদিক মঞ্জুরুল হক মঞ্জু ও ফাউন্ডেশনের প্রচার সম্পাদক ইজাজুল হোসেন প্রমুখ। আগামী ২৭ ও ২৮ শে জানুয়ারি নান্দাইলের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় অসহায়, হতদরিদ্র ও গরীবদের মাঝে ফাউন্ডেশন উদ্যোগে এই কম্বল গুলো তাদের ঘরে ঘরে পৌছে দিবে উক্ত সংগঠনের স্বেচ্ছাসেবীরা।