ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরভেলামারী পুরাতন বালুর ঘাট অবৈধ ভাবে বালু উত্তোলন কালে গত ১০ ডিসেম্বর উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার ভূমির নেতৃত্বে তিনটি ট্রাক জব্দ করে এবং বেতাগৈর ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা বাদী হয়ে চরলক্ষ্মীদিয়া গ্রামের আবু বক্করের পুত্র স্বপন মিয়া সহ ২৮ জনের নামে নান্দাইল মডেল থানায় একটি মামলা দায়ের করে মামলা দায়ের পর ১৮ দিন বালু উত্তোলন বন্ধ থাকলেও সম্পতি আসামীরা কোর্ট থেকে জামিনে এসে আবারও গত ২৮ ডিসেম্বর হতে বালু উত্তোলন করে আসছে এবং ট্রাক দিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করে টাকা আত্মসাৎ করছে, তাই জনস্বার্থে জরুরী ভাবে এই অবৈধ বালু ব্যবসা বন্ধের জন্য এলাকায় অভিজ্ঞ মহল প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে।