ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের মাননীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসন, গনপ্রতিনিধি, সাংবাদিক সকলকে এক সাথে মিলেমিশে কাজ করার আহবান জানান। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও আইন শৃঙ্খলা কমিটির সভাপতি মোঃ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, মনোয়ারা জুয়েল, ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইঁয়া, ইফতেখার মোমতাজ খোকন, রফিকুল ইসলাম রেনু , এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক হান্নান মাহামুদ ,নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় নান্দাইল পুরাতন বাসষ্টেন্ড ও নান্দাইল চৌরাস্তা যানজট নিরাসনে কঠোর ভূমিকা পালন, চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারি ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু চুরি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। একই তারিখে উপজেলা এনজিও বিষয়ক কমিটি ও পরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মাসিক সমন্বয় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল সভাপতিত্ব করেন।