বগুড়ার সারিয়াকান্দিতে মসজিদের ছাদে জাতীয় পতাকা টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে সারোয়ার হোসেন সাফি (৩৫) নামে এক কৃষক মারা গেছেন। এ সময় বাবা ওই মসজিদের মুয়াজ্জিন মাহফুজার রহমান মাফু (৬৫) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, নিহতের বাবার অবস্থাও আশংকাজনক।
স্থানীয়রা জানান, দীঘলকান্দি তরফদারপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন মাহফুজার রহমান মাফু জাতীয় পতাকা টানাতে শুক্রবার সকালে বাড়িসংলগ্ন মসজিদের দোতলায় উঠেন। তিনি রডের সঙ্গে পতাকা বাঁধার সময় সেটি পাশে বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে মুয়াজ্জিন মাফু বিদ্যুৎস্পৃষ্ট হলে ছেলে সারোয়ার হোসেন সাফি তাকে বাঁচাতে ছাদে যান। এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আশপাশের লোকজন গুরুতর আহত মাফুকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়।
ভাগনে শিহাব জানান, শজিমেক হাসপাতালে আরও অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে মামা মাফুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, আহত মাফুর অবস্থা আশংকাজনক। অভিযোগ না থাকায় নিহত সাফির মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।