ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারী ব্রহ্মপুত্র নদ থেকে দীর্ঘদিন যাবৎ সম্পূর্ন অবৈধ উপায়ে একটি শক্তিশালী সিন্ডিকেট লাখ লাখ টাকার বালু পাচার করে যাচ্ছে। এনিয়ে নান্দাইল নদী রক্ষা কমিটি বার বার অভিযোগ করলেও শক্তিশালী সিন্ডিকেট রাতের আধারে বালু পাচার অব্যাহত রাখে। শনিবার দুপুরে (১০ডিসেম্বর) নান্দাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফের নেতৃত্বে নান্দাইল চরভেলামারী পুরাতন বালুর ঘাট নামক স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনটি টি-টুয়ান্টি ট্রাক আটক করে।
এ ব্যাপারে বেতাগৈর ইউনিয়ন উপসহকারী (ভূমি) কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা বাদী হয়ে, নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করেছে। উক্ত অভিযোগটি থানায় এফ,আই,আর হিসেবে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাযায়। নান্দাইল নদী রক্ষা কমিটি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার নেতৃবৃন্দ বালু সিন্ডিকেটের সদার স্বপন সহ অন্যান্যদের নাম সহ এজাহার প্রদানের জোরদাবী জানান। এছাড়া টি-টুয়েন্টি ট্রাকগুলো যাতে জিম্মায় দেওয়া না হয় এর জন্য প্রশাসনের দৃষ্ঠি আকর্ষন করেছেন। নেতৃবৃন্দ বলেন, অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত টি-টুয়েন্টি গাড়ী আগুনে পুড়িয়ে ফেলা উচিত।