ময়মনসিংহের নান্দাইল পৌর সদরের চারিআনি পাড়া-মহল্লার আনোয়ার মাষ্টারের বাসার কাজের মেয়ে আল জান্নাত (১০) এক কিশোরী ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। শুক্রবার জুম্মার নামাজের সময় বাসায় এ ঘটনা ঘটে। নিহত আল জান্নাত ঈশ্বরগঞ্জ উপজেলার বৈরাটি গ্রামের আলামিনের মেয়ে। বাসার মালিক আনোয়ার মাষ্টার জানান, ঐ কিশোরীর দাদা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ওয়াদুদ মিয়া ও তার স্ত্রী নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পিউটার অপারেটর দম্পত্তির সন্তান দেখা শোনা করার জন্য ওই পরিবারের সাথে বসবাস করতো।
শুক্রবার জুম্মার নামাজের সময় সবাই মসজিদে ছিল। নামাজ শেষে বাসায় এসে জানতে পারি কিশোরী বারান্দার রুমে ফাঁস নিয়েছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উক্ত ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নথিভূক্ত করা হয়েছে। ময়না তদন্তে রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।