তফসিল ঘোষিত আগামি ২৯ ডিসেম্বরে আমিনাবাদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় স্বতন্ত্র প্রার্থী ০৫ নং আমিনাবাদের আনোয়ার হোসেন গতকাল সকাল ১০ টায় কয়েক শত কর্মী সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে আনুষ্ঠানিক ভাবে নমিনেশন পেপার দাখিল করেন।
নমিনেশন পেপার দাখিল করে আনোয়ার হোসেন বলেন আমি আমি আমিনাবাদের সাধারণ জনগণের দুঃখে সুখে পাশে ছিলাম এবং আমৃত্যু তাদের পাশে থাকব। দীর্ঘদিন যাবত সুবিধা ভুগিরা দলের নাম ভাঙ্গিয়ে সাধারণ জনগণের সাধে প্রতারণা করেছে। আমি ইউনিয়ন শ্রমিকলীগের দীর্ঘদিনের সভাপতি। আমি আমিনাবাদের অসংখ্য বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি।
যেহেতু আমি বয়সে তরুণ, তাই জনগণের সেবা করার যথেষ্ট সক্তি বা সামর্থ্য আমার আছে। আমি আমিনাবাদের সর্বস্তরের জনগণকে দোয়া ও সমর্থন চাচ্ছি।