তারিখ ঘোষণার পরপর উপস্থিত নেতাকর্মীরা উল্লাসে ফেঁটে পড়েন। তাৎক্ষণিক ভাবে তারা দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল বের করে। মিছিলে নেতৃত্বদেন নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক দুইবারের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আঃ সালাম।
উল্লেখ্য যে, ২০০৫ সালের ২৭ মে সর্বশেষ নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সে সম্মেলনে বর্তমান সভাপতি সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল ( অবঃ) আঃ সালামকে সভাপতি , সিরাজুল ইসলাম ভূইয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৬৭ সদস্য বিশিষ্ট নান্দাইল উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল।এরপর দীর্ঘদিন সম্মেলন অনুষ্ঠিত না হওয়ায় উক্ত কমিটি দায়িত্ব করে আসছিল।
নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সরকার জানান,দীর্ঘদিন পর নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমরা আশা করছি একটি একটি সফল সম্মেলন হবে যার মাধ্যমে সঠিক নেতৃত্ব উঠে আসবে। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল জানান,এই মুহূর্তে আমি অবগত না হলেও, যেহেতু উনি বলেছেন অবগত হতে পারি।