মোঃ আবু হানিফ সরকার :- ময়মনসিংহের নান্দাইলে বিষধর সাপের কামড়ে হাসান মিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতরাত ২ টার দিকে উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামাটখালী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হাসান একই গ্রামের আঃ আওয়ালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রাত বারোটার দিকে আওয়াল ও স্ত্রী প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে। ঘরে আলো জ্বালিয়ে দেখতে পায় ঘরের ভিতর দরজার সামনে একটি সাপ শুয়ে আছে।তৎক্ষণাৎ তারা বাড়ির অন্য লোকদের ডেকে বিষয়টি জানায়। তখন তারা লাঠি দিয়ে পিটিয়ে সাপটিকে মেরে ফেলে। সাপটি মারার অল্পক্ষণের মধ্যেই ঘুমন্ত হাসান জেগে ওঠে ও খিচুনি সহ নানান অঙ্গভঙ্গি করতে থাকে। সাথে সাথে পরিবারের লোকজন স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যায়। শিশুটি দেখে কবিরাজ জানায় সাপে কামড়রের কোন লক্ষণ নেই, আমি চিকিৎসা করবো না আপনারা হাসপাতালে নিয়ে যান।
এমন কথা শুনে পরিবারের লোকজন দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আজিজুল ইসলাম জানান, পূর্বে শিশুটির কোন রোগ ছিল না। তেমন কোন লক্ষণ প্রকাশ না করলেও আমরা সাপে মৃত্যু হয়েছে বলেই মনে করছি। সকাল দশ-টায় শিশুটির যানাজার নামাজ শেষে দাফন করা হয়েছে।