ময়মনসিংহের নান্দাইল প্রেসকাবের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম শামীমের ৪র্থ মুত্যৃ বার্ষিকী পালন উপলক্ষে বৃস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রেসক্লাব কার্যালয়ে আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আবু হানিফ সরকার, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরিদ মিয়া, দপ্তর সম্পাদক রমজান আলী, অডিটর মাওলানা ইসলাম উদ্দিন, নির্বাহী সদস্য মাহাবুব আলম খান, সাংবাদিক সমিতির সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে কোরআন তেলাওয়াত করে মাওলানা ইসলাম উদ্দিন ও দোয়া পরিচালনা করে ইনকিলাব প্রতিনিধি মাওলানা হাবিবুর রহমান। উল্লেখ্য, ২০১৮ সনের ২২ সেপ্টেম্বর সাংবাদিক সাইফুল ইসলাম না ফেরার দেশে চলে যান।