আবু হানিফ সরকার : ময়মনসিংহের নান্দাইলে ট্রাকের ধাক্কায় হোমাইশা (৫) নামে শিশু শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত হোমাইশা উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। সে একই ইউনিয়নের কুতুবপুর গ্রামের সোহাগ মিয়ার কন্যা। (১৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনে কানুরামপুর – মধুপুর আঞ্চলিক সড়কে দুপুর বারোটার দিকে এই ঘটনা ঘটে।
স্কুলের প্রধান শিক্ষিকা কণিকা রাণী দাস জানান,সারে এগারোটার দিকে প্রথম শিফটের স্কুল ছুটির পর তাকে মাঠের একপাশে ঝালমুড়ির দোকানে দাঁড়িয়ে থাকতে দেখলাম। পরবর্তীতে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় ঝালমুড়ি বিক্রেতা ও সহকর্মীদের সহযোগিতায় তাকে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এখানে আনার পর বিকাল চারটার দিকে আহত হোমাইশা মৃত্যু বরন করে। তার মৃত্যুতে স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন,মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাসলিমা আক্তার।