ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের পুলের ঘাট এলাকায় ছাগলে লাউ ক্ষেতে ঘাস খাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার শহিদুল ইসলামের সার ও কীটনাশকের দোকানে হামলা চালিয়ে দোকানের ক্যাশ বাক্স থেকে সার বিক্রির ২লাখ ২০ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায় এবং দোকানে তালা লাগিয়ে শহিদুল ইসলামকে দোকান থেকে তাড়িয়ে দেয়। এছাড়া বুধবার (৭ই সেপ্টেম্বর) এই গ্রামের শামছুল হক, শহিদুল ইসলাম ও নজরুল ইসলামের বাড়িতে আলামিন, বাবুল মিয়া, শামিম মিয়া, বাচ্চু মিয়া, দুলাল, স্বপন, মামুন ও মঞ্জু মিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে অনধিকার ভাবে প্রবেশ করে শামছুল হক, শহিদুল ইসলাম ও নজরুল ইসলামের বসতঘরে ইট দিয়ে ডিল দিয়ে ও কুপিয়ে বাড়ি ঘরের ব্যাপক ভাংচুর করে ২/৩ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে।
বর্তমানে বিবাদীদের হুমকীর কারনে শহিদুল ইসলাম দোকান ঘরে যেতে পারছে না এবং পরিবারটি এলাকায় নিরাপত্তাহীনতায় নিজ বাড়িতে জিম্মী রয়েছে। সন্ত্রাসীরা তাদের বাড়ি ঘর থেকে বের হতে দিচ্ছে না। উক্ত ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের ভাতিজা রুহুল আমিন কাজল বাদী হয়ে নান্দাইল মডেল থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের করেছে। অপরদিকে মামলার বিবাদী আঃ খালেকের পুত্র আলামিন মিয়া জানান, দোকানে তালা মেরে দেওয়া হয়েছে। লুটপাট করা হয়নি। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান আকন্দ জানান, উক্ত বিষয়ে রুহুল আমিন কাজল বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বুধবার বিকালে ঘটনাস্থলে সাব ইন্সপেক্টর মো. আবুল কালাম বিষয়টি সরজমিন তদন্ত এসেছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।