মাইনউদ্দিন জমাদার, চরফ্যাশন প্রতিনিধি : জাতির জনকের ৪৭ তম মৃত্যু বার্ষিকী পালনে মাস ব্যাপি কর্মসূচী ঘোষনা করেছে চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতি। গতকাল বৃহস্পতিবার চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কর্মসূচি ঘোষনা করেন সমিতির সভাপতি অধ্যাপক মনির উদ্দিন চাষী।
কর্মসূচির মধ্যে রয়েছে ১ আগষ্ট সকাল থেকে মাসব্যাপী চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয় সহ সকল ব্যবসা প্রতিষ্ঠানে শোক তথা কালো পতাকা উত্তোলন। ৫ আগষ্ট জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ কামাল এর জন্মদিন উপলে মিলাদ ও দোয়া অনুষ্ঠান। ৮ আগষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিন উপলে দোয়া ও মিলাদ মাহাফিল। ১৫ আগষ্ট জাতীয় কর্মসূচির অধীনে ভোর ৫ টায় সকল ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধ নমিত করে উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস উপলে প্রতিবাদ ও মানববন্ধন।
২১ আগষ্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ দিবস পালন উপলে স্বাস্থবিধি মেনে প্রতিবাদ, বিােভ ও মানববন্ধন। কর্মসূচি ঘোষনা কালে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনু ইসলাম মনির, মুদি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ,ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, যুব ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলাম মিয়াজি প্রমুখ উপস্থিত ছিলেন।
এই কর্মসূচিতে চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির ২১ টি সহযোগী সংগঠন একাত্মতা প্রকাশ করেছে বলে ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মনির উদ্দিন চাষী জানিয়েছেন।