ভারতের বিজেপী সরকারের মুখপাত্র নূুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী (সাঃ)কে নিয়ে ভারতে কুরুচিপূর্ণ ও অবান্তর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোববার বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীবৃন্দ।
মিছিল টি বিদ্যালয় গেইট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময়ে সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপজেলা পরিষদের সামনে এসে জড়ো হয়ে ছাত্রনেতা দেলোয়ারের পরিচালনায় নিরব,দূ্র্জয়সহ বেশ কয়েকজক শ্রেণী লিডারের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।