ময়মনসিংহের নান্দাইল পল্লী বিদ্যুৎ সমিতির একাধিকবার নির্বাচিত সাবেক পরিচালক ও খুররম খান চৌধুরী কলেজের শরীর চর্চা শিক্ষক টিপু সুলতানের উপর গত ২৩ মে সিংরইল ইউনিয়নের উদং মধুপুর এলাকায় প্রকাশ্যে হামলা চালিয়ে মারাত্মক জখম করা হয়। দীর্ঘদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বেচে রয়েছেন। উক্ত ঘটনায় উদং মধুপুর গ্রামের নাছির উদ্দিন, রিয়াজ উদ্দিন, নাজিম উদ্দিন সহ ৭ জনের নামে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হলেও আজ পর্যন্ত কোন আসামীকে থানা পুলিশ গ্রেফতার করতে পারিনি। আসামীরা প্রকাশ্যে বাদীকে মামলা তুলে আনার জন্য হুমকী দিয়ে যাচ্ছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার নেতৃবৃন্দ, কলেজ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ অভিলম্বে শিক্ষক টিপু সুলতানের উপর হামলাকারীদের গ্রেফতার করার জোরদাবী জানিয়েছেন এবং উক্ত শিক্ষকের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানিয়েছেন। উল্লেখ্য, উক্ত আসামীরা বর্তমানে কোর্টে হাজিরা না দিয়ে পলাতক রয়েছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান আকন্দ ও তদন্তকারী উপ-পরিদর্শক মো. সুজন মিয়া জানান, আসামীরা এলাকায় নেই। মামলার আসামীদের গ্রেফতার করার জন্য জোর চেষ্ঠা করা হচ্ছে। এছাড়া তথ্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।