ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের সাবেক ১নং ওয়ার্ড অরন্যপাশা কমিউনিটি ক্লিনিকে এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়নি। ২য় বার নতুন ভবন নিমার্ণ হলেও এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়নি। ৫ই জুন উপজেলার স্বাস্থ্য সেবা কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল বুস্টার ডোজ টিকা প্রদানের জন্য উক্ত ক্লিনিকে যাবার পর সিএইচসিপি জানান, দীর্ঘদিন পূর্বে নতুন ভবন নিমার্ণ হলেও এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়নি। অথচ বৈদুতিক ফ্যান সহ ওয়ারিং এর কাজ সম্পন্ন করা হয়েছে।
অপর দিকে বিদ্যুৎ লাইন চালু না হলেও এই ক্লিনিকের পানি সরবরাহ করার জন্য বসানো বৈদুকিত মটার এক সম্পাহ পূর্বে চরি হয়ে গেছে। উক্ত বিষয়ে কর্মরত সিএইচসিপি নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরী নথিভূক্ত করেছেন বলে জানান। নান্দাইল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ মামুনুর রশিদ জানান, অরন্যপাশা কমিউনিটি ক্লিনিকের নামে বরাদ্দকৃত বিদ্যুৎ লাইন বারুইগ্রাম কমিউনিটি ক্লিনিকে লাগানো হয়েছে। তিনি উক্ত বিষয়ে জরুরী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন। ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের সাথে সুন্দর পরিবেশে স্থাপিত এই ক্লিনিকের সমস্যা সমূহ দ্রুত সমাধান করার জন্য এলাকাবাসী জোরদাবী জানিয়েছেন।