ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মঙ্গলবার (৩১মে) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় মেডিকেল প্র্যাক্টিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রন ) অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী ৩টি পপুলার প্যাথলজি এন্ড হেলথ সেন্টার, নিরাময় হেলথ সেন্টার এন্ড ডায়াবেটিস সেন্টার, মন্ডল মেডিসিন সেন্টারকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯/৫৩ ধারায় ৫টি ডায়াগনষ্টি সেন্টারকে সিল গালা করে দেওয়া হয়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এরা বেআইনিভাবে ব্যবসা পরিচালনা করছিল। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের নিদের্শনা মোতাবেক সারাদেশের সাথে নান্দাইলে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর জানান, এধরনের অভিযান অব্যাহত থাকবে।