ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মঙ্গলবার বিশ্ব তামাক মুক্ত দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেবা ফাউন্ডেশনের আয়োজনে আমরা ধুমপান নিবারন করি সংগঠন (আধুনিক), নান্দাইল প্রেসক্লাব ও যুগান্তর স্বজন সমাবেশের যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
আধুনিক নান্দাইল উপজেলা শাখার সভাপতি মো. এনামুল হক বাবুলের সভাপতিত্বে ধুমপানের কুফল তুলে ধরে আলোচনা করেন নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল, সাহিত্য ও পাঠাগার সম্পাদক শফিকুল ইসলাস শফিক, দপ্তর সম্পাদক রমজান আলী, নির্বাহী সদস্য মঞ্জুরুল হক মঞ্জু, মাহাবুব আলম খান, সদস্য মাওলানা হাবিবুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সাংবাদিক জহিরুল ইসলাম, সেবা ফাউন্ডেশনের প্রতিনিধি জিয়াউর রহমান আকন্দ প্রমুখ।