কিশোরগঞ্জ জেলার সিনিয়র সাংবাদিক, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির বার বার নির্বাচিত সভাপতি, পাবলিক প্রসিউকিটর (পিপি) এ্যাডভোকেট শাহ আজিজুল হক বৃহস্পতিবার (২৬মে) দুপুর ১২টা মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইনানাইলাইহে রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, দুই কন্যা, অগুনিত বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে যান।
এই সিনিয়র সাংবাদিকের মৃত্যুতে ময়মনসিংহের নান্দাইল প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল শাখার সকল সদস্যবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। অপরদিকে বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু গোবিন্দ লাল দাস, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।