ময়মনসিংহের নান্দাইল উপজেলার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নান্দাইল উপজেলা আওয়ামী-যুবলীগ কর্তৃক আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
নান্দাইল উপজেলা পরিষদ ডাকবাংলোর সামনে থেকে এক বিশাল র্যালী শুরু করে নান্দাইল বাজারের বিভিন্ন মোড় পদক্ষিণ করে ডাকবাংলোর সামনে এসে শেষ হয়।
র্যালী শেষে নান্দাইল উপজেলা আওয়ামী-যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহারের সভাপতিত্বে:নান্দাইল উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হক বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল,বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরমেয়র রফিক উদ্দিন ভূইয়া,শেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূইয়া মিল্টন,নান্দাইল শহীদস্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক মাহদিউল আলম সোহাগ,নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সদস্য দেলোয়ার হোসেন বাচ্চু,নান্দাইল সেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান রিপন,শ্রমিকলীগের সভাপতি গোলাম মোস্তফা সরকার,কৃষকলীগের যুগ্ন আহবায়ক পলাশ,নান্দাইল তাতীঁলীগের আহবায়ক কাদিমুল ইসলাম লিটন,মৎসজীবিলীগের আহবায়ক আবুল কালাম আজাদ,নান্দাইল কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক শরিফ সহ প্রমুখ বক্তব্য রাখেন এ ছাড়াও নান্দাইল উপজেলার আওয়ামীলীগ যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।