নান্দাইলে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপক হারে কুকুরের টিকাদান কার্যক্রম বাস্তবায়নের জন্য উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অবহিতকরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল মনসুর সভাপতিত্ব করেন।
আরও উপস্থিত ছিলেন নান্দাইল পৌরসভার মেয়র মোঃ রফিক উদ্দিন ভূঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী সিদ্দিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাদাত মোঃ সায়েম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আকাইদ,নান্দাইল মডেল থানার পক্ষে মোঃ সুজন মিয়া, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডাঃ মেহেদী হাসান খান মিনহাজ, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এমডিভি এক্সপার্ট মোঃ কামরুল ইসলাম ও এমডিভি সুপারভাইজার মোঃ জিন্নুরাইন আলী সাহা।
এছাড়া আচারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু,জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন মন্ডল, চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন ভূঞা, রাজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার মমতাজ খোকন, নান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন কাজল,মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা আক্তার শিউলি, খারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসনাত ভূঞা মিন্টু,সাংবাদিক বৃন্দ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, এমটি ইপিআই মোঃ আসাদুজ্জামান,এসআইটি সোহাগ আকন্দ, পৌরসভার সিআই আনোয়ার হোসেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক গণ উপস্থিত ছিলেন।
আগামী ১৯ থেকে ২৩ মে নান্দাইল উপজেলার ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সকল কুকুরকে টিকা প্রদান করা হইবে।।