ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় থেকে বিভিন্ন পাঠাগারে “মুজিব কর্ণার” স্থাপনের বিষয়টি গনগ্রন্থাগার অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় সহকারী পরিচালক মো. সালাউদ্দিন রোববার (৮ই মে) সরজমিনে পরিদর্শন করেন। তিনি দিনব্যাপী নান্দাইলে অবস্থান করে ১১টি পাঠাগার সরজমিনে পরিদর্শন করেন এবং মুজিব কর্ণার স্থাপন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রতিটি পাঠাগারে পাঠক, ছাত্র/ছাত্রীদের পাঠাগার মুখী করার জন্য পাঠাগার পরিচালনার সাথে জড়িতদের পরামর্শ প্রদান করেন।
তিনি গাংগাইল ইউনিয়নে স্থাপিত হক ফাতেমা পাঠাগার, জোমা পাঠাগার, সিংরইল ইউনিয়নে আলোর ভুবন পাঠাগার, মরহুম খালেক নেওয়াজ স্মৃতি পাঠাগার, মরহুম রফিক উদ্দিন ভূইঁয়া স্মৃতি পাঠাগার সহ ১১টি পাঠাগার পরিদর্শন করেন। এসময় তাকে সার্বিক সহযোগিতা করেন বই পড়া আন্দোলন নান্দাইলের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, আবুল হাসেম, সাইদুল ইসলাম, মহিলা ইউপি সদস্যা বিউটি আক্তার সহ অন্যান্য সদস্যবৃন্দ।
পরে তিনি নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল মনসুরের সাথে দেখা করে পাঠাগার উন্নয়ন ও পাঠক সংখ্যা বৃদ্ধিকল্পে উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় থেকে নান্দাইল উপজেলার ১১টি পাঠাগারে মুজিব কর্ণার স্থাপন করা হয়েছে এবং জাতির জনকের উপর রচনাকৃত বই উপহার দেয়া হয়েছে।